সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নাটোরে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
শষ্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত নাটোর জেলার সদর উপজেলায় বোরো ধান ও চাল উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বড়গাছায় অবস্থিত জেলা খাদ্য গুদামে বোরো ধান/চাল সংগ্রহ-২০২০ উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ, জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম,উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ । সাংসদ শিমুল জানান, এবার বিএসদের মাধ্যমে কৃষকদের তালিকা সংগ্রহ করে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করে স্ব স্ব ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তালিকা ঝুলিয়ে দেয়া হয়েছে ।
এ বছর ২৬ টাকা কেজি দরে ১১ হাজার ২০৬ মেট্রিক টন ধান ও চাল ৩৬ টাকা কেজি দরে ১৫ হাজার ৫৫১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানা গেছে। এ কার্যক্রম ৩১ আগষ্ট পর্যন্ত চালু থাকবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …