শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নাটোরে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
শষ্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত নাটোর জেলার সদর উপজেলায় বোরো ধান ও চাল উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বড়গাছায় অবস্থিত জেলা খাদ্য গুদামে বোরো ধান/চাল সংগ্রহ-২০২০ উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ, জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম,উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ । সাংসদ শিমুল জানান, এবার বিএসদের মাধ্যমে কৃষকদের তালিকা সংগ্রহ করে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করে স্ব স্ব ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তালিকা ঝুলিয়ে দেয়া হয়েছে ।
এ বছর ২৬ টাকা কেজি দরে ১১ হাজার ২০৬ মেট্রিক টন ধান ও চাল ৩৬ টাকা কেজি দরে ১৫ হাজার ৫৫১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানা গেছে। এ কার্যক্রম ৩১ আগষ্ট পর্যন্ত চালু থাকবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …