নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ধানকাটা শ্রমিকদের মাঝে সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চলনবিল রুহাই এলাকায় তিন শতাধিক শ্রমিকদের মাঝে মাস্ক, সাবান, পানি ও শুকনো খাবার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, চলনবিল অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা ধান কাটতে এসেছেন। সেই শ্রমিকদের মাঝে মাস্ক, সাবান, পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সুরক্ষা সামগ্রী বিতরণসহ প্রত্যেক কৃষককে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। অন্য জেলা থেকে আসা শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। কৃষক তার ধান কেটে ঘরে না উঠানো পর্যন্ত তাদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
এছাড়াও গুরুদাসপুর থেকে যারা বিভিন্ন এলাকায় ধান কাটতে যাচ্ছে তাদেরকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …