সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ধর্ষণ, যৌন হয়রানী এবং নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নাটোরে ধর্ষণ, যৌন হয়রানী এবং নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ধর্ষণ ও যৌন হয়রানী এবং নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে মহিলা পরিষদের সদস্য, বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা এবং স্কুলে শিক্ষার্থীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনকালে বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি শ্যামা বসাক, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, এনজিও প্রতিনিধি শিবলী সাদিক ও নবম শ্রেণীর ছাত্রী শাকিলা খাতুনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ ও যৌন হয়রানী এবং নারী নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত কেওই এ নির্যাতন থেকে বাদ যাচ্ছে না। এ অবস্থার পরিবর্তন করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া এসব ঘটনার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন কার্যকরী করতে হবে। এসব ঘটনার দায়ী ব্যক্তিদের বিচারে দীর্ঘসুত্রিতা না হয় সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করারও দাবী জানান তারা।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …