মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে ধর্ষণ চেষ্টা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা 

নাটোরে ধর্ষণ চেষ্টা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরের বড়াই গ্রামে একটি ধর্ষণ চেষ্টা মামলায় আবুল কাশেম বাহাদুর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করেছে আদালত। আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। 

মামলার রাষ্ট্রপক্ষের কৌশুলী এ্যাডভোকেট আব্দুল কাদের জানান, ১১ বছর বয়সী মামলার ভিকটিম  গড়মাটি মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। ২০১৮ সালের ১২ জুলাই বড়াইগ্রাম উপজেলা গড়মাটি এলাকায় ভিকটিম প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত আবুল কাশেম বাহাদুর গড়মাটি বাজারে ভাই ভাই ডেকোরেটরের ভেতরে ভিকটিমকে ডেকে নেয়। এরপর তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভিকটিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাইভেট শিক্ষকের কাছে পাঠিয়ে দেন। ঘটনার পরে ভিকটিমের বাবা ঢাকা থেকে ফিরে ১৪ জুলাই বড়াইগ্রাম থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। মামলার ৬ বছর পর আসামির উপস্থিতিতে আদালত অভিযুক্ত আবুল কাশেম বাহাদুরকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দেন। মামলায় অপর ছয় অভিযুক্ত কে খালাস দেন আদালত।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …