শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে দ্রব্যমূল্য তালিকা না থাকায় এক দোকানীকে জরিমানা

নাটোরে দ্রব্যমূল্য তালিকা না থাকায় এক দোকানীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরর প্রতিনিধিদ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আনতে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামের নেতৃত্বে শহরের নীচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

এসময় বিভিন্ন দ্রব্যের মূল্য তালিকায় সঠিক ভাবে লেখা হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি কাঁচামালের দোকানে দ্রব্য মূল্যের তালিকা না থাকায় এক দোকানীকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক।

এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানী পেঁয়াজ সরিয়ে ফেলেন। তবে নায্য দামে পেঁয়াজ বিক্রি না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। অভিযানে নেজারত ডেপুটি কালেক্টরেট জাকির মুন্সী, পুলিশ সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …