বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

নাটোরে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,ক্যাবের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুর্নীতিবাজ ও অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজির কারণে আলু ও পেঁয়াজ সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাহিরে যাওয়া এবং আইনে নিষিদ্ধ বাজারে খোলা ভোজ্য তেল (ড্রামে) বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। আজ ২ ডিসেম্বর সোমবার সকাল দশটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
ক্যাব নাটোরের সভাপতি শামীমা লাইজু নীলার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যাব নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক রইস উদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি খালিদ বিন জালাল বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খগেন্দ্রনাথ রায়, নির্বাহী সদস্য রনেন রায় প্রমুখ। মানববন্ধন ও র্যালি শেষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারের মনিটরিং এবং বাজারে নিত্যপণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করন, খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধ সহ বেশ কয়েক দফা দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …