নিজস্ব প্রতিবেদক, নাটোর:
১২ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় পরিবহন ধর্মঘটে দ্বিতীয় দিন চলছে। আজ ২ ডিসেম্বর সকাল থেকেই সড়ক মহাসড়কে কোনো বাস মিনিবাস চলতে দেখা যায়নি। এদিকে গন্তব্যে পৌঁছাতে না পেরে যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে।
কুষ্টিয়া খুলনা রুটের যাত্রীরা বনপাড়া হাইওয়েতে এসে নেমে সেখান থেকে থ্রি হুইলারে করে গন্তব্যে যাচ্ছেন। এখানে তাদের খরচ ৩গুণ ৪গুণ পর্যন্ত বেড়ে যাওয়ায় চরম সংকটে পড়ছেন তারা। এদিকে বাস মিনি বাস চলাচল না করলেও সড়কে যথারীতি পন্য পরিবহন স্বাভাবিক রয়েছে।
দশ মিনিবাস মালিক গ্রুপের একটি সূত্র থেকে জানা গেছে এখনো পর্যন্ত কোনো আলোচনা না হয় পরিবহন ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বজায় রেখেছেন তারা।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …