নিজস্ব প্রতিবেদক:
নাটোরের দ্বিতীয় দফা লকডাউন এর শেষ দিন আজ। মঙ্গলবার জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় নতুন করে লকডাউন অব্যাহত রাখা না রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসনের একটি সূত্র।
আজ মঙ্গলবার নাটোর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মোয়াজ্জেম হোসেন (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭০ জন আক্রান্ত হয়েছেন। ২১৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফরাফল পাওয়া গেছে। সংক্রমণের হার ৩২.৫৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২৮৭৮ জন।
এদিকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় করোনা রোধে জেলা প্রশাসন ঘোষিত দু’দফায় ১৪ দিনের কঠোর লকডাউনের আজ শেষ দিন। প্রতিদিনের মত আজও সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর অবস্থান নিয়ে যানবাহন ও জনসাধারন চলাচল সীমিত করার কাজ করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …