রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা। নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজ সকাল ১০টা থেকে প্রতিক বরাদ্দ দেয়া হয়। ৪টি আসনে মোট ৩২ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আসন-১ (লালপুর -বাগাতিপাড়া) শহিদুল ইসলাম বকুল নৌকা প্রতিক। আসন- (সদর-নলডাঙ্গা) শফিকুল ইসলাম শিমুল নৌকা প্রতিক। আসন-৩ (সিংড়া) জুনায়েদ আহমেদ পলক নৌকা প্রতিক ও নাটোর-৪ আসন (বড়াইগ্রাম- গুরুদাসপুর) ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এদিকে নাটোর ৪টি আসনে জাতিয় পার্টি দলীয় প্রতিক লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাটোর ১ আসনে- আসিক হোসেন , নাটোর ২ আসনে নূরনবী মৃধা, নাটোর-৩ আনিছুর রহমান ও নাটোর -৪ আসনে আলাউদ্দিন মৃধা। এছাড়া স্বতন্ত্র ১০জন, জাসদ থেকে দুইজন মশাল প্রতিক, ওয়ার্কাস পার্টি থেকে দুইজন হাতুড়ি প্রতিক, বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতিক নিয়ে একজন, বাংলাদেশ কংগ্রেস পার্টির দলীয় প্রতিক ডাব নিয়ে লড়ছেন তিনজন, তৃনমূল বিএনপি পার্টির দলীয় প্রতিক সোঁনালী আশ নিয়ে লড়বেন দুইজন, বিকল্প ধারা পার্টির প্রতিক কুলা নিয়ে লড়বেন একজন, তরিকত ফেডারেশনের দলীয় প্রতিক ফুলের মালা নিয়ে লড়বেন একজন, জেপি দলের দরীয় প্রতিক বাই সাইকেল নিয়ে একজন ও বিএনএম পার্টির দলীয় প্রতিক নোঙ্গর নিয়ে লড়বেন প্রার্থীরা।

আজ প্রতিক পাওয়ার পর প্রচার- প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারনা চলবে ৫ জানুয়ারী সকাল আটটা পর্যন্ত । আর ৭ জানুয়ারী হবে দ্বাদশ সংসদ নিবাচনের ভোট গ্রহন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …