রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে দেশীয় অস্ত্রসহ আটক- ৪

নাটোরে দেশীয় অস্ত্রসহ আটক- ৪


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, একই উপজেলার লেংগুরিয়া গ্রামের লালন প্রামানিকের ছেলে রানা প্রামানিক, সিংগারদহ পূর্বপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে মামুন হোসাইন, বনবেলঘরিয়া কারিগরপাড়ার আজগর আলীর ছেলে খোকন হোসেন এবং সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকার মৃত নিপেন চন্দ্র সরকারের ছেলে বিষ্ণু সরকার।  

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ত্রিমোহনী মোড় এলাকা থেকে ছিনতাইয়ের জন্য অপেক্ষমান চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি হাসুয়া, দুইটি চাকু, একটি চায়নিস কুড়াল, দুইটি ক্ষুর, একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরেই সংঘবদ্ধভাবে তারা বিভিন্ন নির্জন রাস্তার পাশে রাতে অবস্থান নিয়ে ছিনতাই করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …