নিজস্ব প্রতিবেদক:
দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সুবিধা নিশ্চিত করতে নাটোরে ১০টি স্মার্ট সাদাছড়ি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে এসব সাদাছড়ি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাদাছড়ি সহযোগে নির্বিঘ্ন চলাচল দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার। সমাজের সকল মানুষকে তাদের এ চলাচলে সহায়তা প্রদান করতে হবে। নতুন সংযোজিত স্মার্ট সাদাছড়িতে থাকা বিশেষ ডিভাইসের সেন্সর ও ভাইব্রেশন দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের পথকে সুগম করবে। এ স্মার্ট সাদাছড়ি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় আরো একধাপ এগিয়ে চলা বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান. নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস প্রমুখ।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তাা দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …