নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে শহরের মৎস ভবনের সামনে এই ঘটনা ঘটে। শহিদুল ইসলাম বাচ্চু দাবি করেন আওয়ামীলীগের লোকজনই এই হামলা চালিয়েছে। তবে আওয়ামীলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। শহিদুল ইসলাম বাচ্চু জানান, নাটোর জজ কোর্টে দুটি মামলার হাজিরা দিয়ে তিনি অটোতে রিক্সায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মৎস্য ভবনের সামনে দুটি মোটর সাইকেলে ৪/৫জন আরোহী ওই অটোরিক্সার গতি রোধ করে তার ওপর হামলা চালায়। এসময় তাকে বেধড়ক পিটিয়ে আহত করে তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ক্লিনিকে পাঠায়। শহিদুল ইসলাম বাচ্চু দাবি করেন এই হামলার জন্য আওয়ামীলীগের কর্মিরাই দায়ী। তবে আওয়ামীলীগ এই অভিযোগ অস্বীকার করেছে।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …