বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে দুবৃত্তের হামলায় তিনজন আহত

নাটোরে দুবৃত্তের হামলায় তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে  দূর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের ৩ নেতা-কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত  সাড়ে ১০ টার দিকে শহরের ছায়বানী নীমতলা মোড়ে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি গোলাম রাব্বানী শেখ, সাবেক ছাত্রলীগ কর্মী নন্দ এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মী গোলাম রাব্বী নীমতলা মোড়ে বসে ছিলেন। এসময় বেশ মোটর সাইকেলযোগে কয়েকজন দূর্বত্তরা এসে তাদের  কুপিয়ে চলে যায়। স্থানীয় তদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ কর্মী গোলাম রাব্বীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্থানান্তর হয়েছে।  অন্যরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। হামলাকারীদের সনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …