শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১৫

নাটোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ
নাটোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১৫। বুধবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার দিঘাপতিয়া এলাকার একটি ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস পরিবহন এবং রাজশাহী থেকে ছেড়ে আসা নিশিতা পরিবহন নামের যাত্রীবাহী বাস উপজেলার কাশিয়াবাড়ী ব্রিজ এর উপর পৌঁছালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এ পাঠায় এবং নিহত কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের মধ্যে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান দুটি বাসের গতিবেগ ছিল নিয়ন্ত্রনহীন ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …