নীড় পাতা / আইন-আদালত / নাটোরে দুটি ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানাপূর্বক বন্ধ ঘোষণা করলো ভ্রাম্যমান আদালত

নাটোরে দুটি ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানাপূর্বক বন্ধ ঘোষণা করলো ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে দুটি ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানাপূর্বক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান জানান, নাটোর শহরের নিচাবাজার এলাকায় জামান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্সের মেয়াদ ৫বছর আগে শেষ হলেও নতুন করে লাইসেন্স নবায়ন না করায় ৫ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া একই এলাকার চামেলী ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাবে নির্দিষ্ট পরিমাণের চেয়ে তাপমাত্রা কম থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আরও দেখুন

নন্দীগ্রামে খরিপ-২ মৌসুমে বিনামূল্যে বীজ ও সার পেলো ১৬৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

নিজস্ব প্রতিবেদক:নন্দীগ্রাম (বগুড়া) ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ …