নীড় পাতা / আইন-আদালত / নাটোরে দুটি উপজেলায় ভোক্তা অধিকারের অভিযানে ৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোরে দুটি উপজেলায় ভোক্তা অধিকারের অভিযানে ৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় গুড় এবং আইসক্রিমের ৬টি ফ্যাক্টরিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকাল ৭ টা থেকে দুপুর ১টা পর্যস্ত পরিচালিত অভিযানে ভেজাল ও নকল পণ্য তৈরির অভিযোগে ওই ৬টি ফ্যাক্টরিকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে আজ ১৯ জুলাই বুধবার সকাল ৭ টা থেকে বাগাতিপাড়া ও লালপুরে অ‌ভিযা‌নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার ছোট চিথলিয়া এলাকায় অবস্থিত মোনায়েম গুড় ভান্ডারকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৩০ হাজার টাকা, লালপুর উপজেলার মোহরকয়া বাজার এলাকায় অবস্থিত হাবিবুর গুড় ভান্ডারকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২০ হাজার টাকা, একই উপজেলার বালিতিতা ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত ভূট্ট গুড় ভান্ডারকে ২০ হাজার, লালপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স হাসিনা বিস্কুট ফ্যাক্টরীকে পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ১৫হাজার, একই বাজারে অবস্থিত বর্ষা আইসক্রিমকে মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২৫ হাজার, অমৃতপাড়া বাজার এলাকায় অবস্থিত নাজমুল সুপার আইসক্রিমকে নকল আইসক্রিম তৈরির অপরাধে ৩০হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জব্দকৃত ভেজাল পণ্য সাথে সাথে ধ্বংস করা হয় বলে জানান এই কর্মকর্তা।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …