সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / নাটোরে দু’টি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নাটোরে দু’টি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে দু’টি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দু’টি পৃথক স্থানে এই ত্রি-বার্ষিক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নাটোর সদর উপজেলা শাখা আয়োজনে প্রথমে সদর উপজেলার ৪নং লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন এবং পরে ৭নং হালসা ইউনিয়নে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে-২০২০ অনুষ্ঠিত হয়।

এতে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তারের সভানেত্রীত্বে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -নওগাঁ সংরক্ষিত নারী আসনের সাংসদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রত্না আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও হালসা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।

সভায় সহ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও জেলা পরিসদের সদস্য শেফালী বিজলী।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …