নিজস্ব প্রতিবেদক:
নাটোরে দুই শিশুসন্তানকে রেখে স্বামীর টাকা ও গহনা নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছেন রুনা বেগম (৩০) নামে এক গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাটোর পৌর এলাকার দিয়ারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী জহুরুল ইসলাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগীর পরিবার। জানা গেছে, ৪ বছর প্রেমের সম্পর্কের পর ১২ বছর পূর্বে শহরের দিয়ারভিটা সাইফুল ইসলামের কন্যা রুনা বেগমকে বিয়ে করেন কান্দিভিটুয়া এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম । এই দম্পতির জিম (১০) ও রোজা (৬) নামে দুটি কন্যা সন্তান রয়েছে ।
গত ৭ জুলাই দুপুর ১ টায় শিশু কন্যাদুটি দাদীর বাড়িতে বেড়াতে গেলে কাউকে না জানিয়ে রুনা বেগম নগদ ২ লাখ ২০ হাজার এবং সাড়ে ৩ ভরিস্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে চলে গেছেন। উধাও হওয়া ঝুমার ৬দিন ধরে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে এই বিষয়ে স্বামী জহুরুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গৃহবধূর স্বামী বলেন, আমার সংসারে ১০ ও ৬ বছরের দুইটি কন্যা সন্তান রয়েছে। আমার স্ত্রী তাদের ফেলে রেখে ঘরে থাকা টাকা পয়সা, গয়নাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে। মায়ের জন্য কান্না করতে করতে দুইজনই অসুস্থ হয়ে পরেছে ।১০ বছর বয়সী বড় মেয়ে জিম এখন নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে । সম্ভবত ফেসবুকের কোন প্রেমিকের সাথে পালিয়েছে রুনা। আমার দীর্ঘদিনের জমানো সহায় সম্বল সব শেষ। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ওই গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্বামী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …