নিজস্ব প্রতিবেদক :
নাটোরের দুই মুরগি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদ। আজ ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইমতিয়াজ আহমেদ জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ বিকেলে নাটোরের স্টেশন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুরগির দাম বেশি রাখায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুজন ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সঙ্গে সকল ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শনের পরামর্শ প্রদান করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা জুয়েল সরকার।