রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে দুই বাড়িতে অগ্নিকাণ্ডে ৩লাখ টাকার ক্ষতি

নাটোরে দুই বাড়িতে অগ্নিকাণ্ডে ৩লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর শহরের উত্তর বড়গাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি বসতবাড়ি পুড়ে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (১ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে তেবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এর সাবু ও আসাদুলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকালে বাড়ির সাবুর ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের বাড়ির ঘরগুলোতে ও আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা ছোট বাচ্ছাকে দ্রুত বের করে নিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …