মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে দুই গ্রুপের বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত

নাটোরে দুই গ্রুপের বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় , দলীয় কালো পতাকা উত্তোলন ,কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ,কোরআন খতম ,দোয়া ,আলোচনা সভা সহ দিনব্যাপী নানা কর্মসুচির মধ্যে দিয়ে নাটোরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ জেলা প্রশাসন ও পুলিশ । পরে জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় এবং কালো পতাকা অর্ধনমিত,কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এই অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও শহরের কানাইখালী এলাকায় স্থানীয় সংসদ শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কোরান তেলাওয়াত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …