নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা কার্যালয়ের ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে সোমবার সময় এগার ঘটিকায় সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর -এর নেতৃত্বে সদর উপজেলার কান্দিভিটা ও মাদ্রাসা মোড় এলাকায় তদারকি করা হয়।
এ সময়ে ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য তৈরী করার অপরাধে ফাতেমা কেক হাউজকে পাঁচ হাজার টাকা ও ৫১ ধারা মেয়াদ না থাকার অপরাধে সুজন সুইটকে দুই হাজার টাকা মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …