নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২৬ আগস্ট সকাল এগারোটার দিকে বনপাড়া বাজার এলাকায় আছিয়া ফার্মেসীকে ফিজিশিয়ান ওষুধ রাখার অপরাধে ৪৫ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা ও একই এলাকায় মৌ বেকারীকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য তৈরী করার অপরাধে ৪৩ ধারা মোতাবেক পাঁচ হাজর টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী পরিচালক শামসুল আলম জানান, প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় অভিযান চালাচ্ছেন। তারই অংশ হিসাবে আজ বনপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন সহকারী পরিচালক শামসুল আলম। অভিযানে সহায়তা করেন পৌরসভার স্যানেটারী এস আই নাজনীন নাহার ও বনপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …