শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / নাটোরে দুইটি প্রকল্পের কাজের উদ্বোধন

নাটোরে দুইটি প্রকল্পের কাজের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদরের দুইটি প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের এমপি রত্না আহমেদ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া গ্ৰামে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। ২০২০-২০২১ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিটা) ৩য় পর্যায়ের বরাদ্দ থেকে এক লক্ষ করে দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লক্ষ টাকা বরাদ্দ দেন তিনি। দুই প্রকল্পে “বাঙ্গাবাড়িয়া কেন্দ্রীয় গোরস্থানের মাটি ভরাট, সীমান প্রাচীর নির্মাণ ও সংস্কার এবং বাঙ্গাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার ও মাটি ভরাট।”এর কাজ শুরু করা হয়।

এই প্রকল্পের কাজের উদ্বোধন কালে এমপি রত্না আহমেদ জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী। তাই প্রত্যেক এলাকায় সম বরাদ্দের ভর্তিতে উন্নয়ন কাজ সম্পন্ন করা হচ্ছে।

তিনি আরো জানান, যতদিন বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় থাকবেন, ততদিন বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বাস করবেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …