নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে দুঃস্থ কর্মহীন ননিয়াদের পাশে পৌর মেয়র উমা চৌধুরী জলি। মঙ্গলবার বিকেলে শহরের মল্লিকহাটি এলাকায় চৌধুরী আমবাগানের পাশে অবস্থিত ননিয়াদের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন তিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নাটোর পৌরএলাকায় সাময়িক আয় রোজগারহীন চৌধুরী আম বাগান ননীয়া পাড়া ইটভাঙ্গা শ্রমিকদের ৫৭টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত খাদ্যসামগ্রী মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুলের পরামর্শ মোতাবেক পৌরসভার ৮নং ওয়ার্ডে বিতরণ করা হয়েছে।
