নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে কোভিড-১৯ সংক্রমণ কালে কর্মহীন দুঃস্থ আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল দশটার দিকে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, একটি করে সাবান, একটি করে মাস্ক। ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা আনসার কমান্ড্যান্ট শফিকুল আলম, সহকারী কমান্ডেন্ট মেহেদী হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আহমেদ। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ৩০০ জন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আরও দেখুন
সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি
নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …