রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে দীঘির পানিতে ডুবে একজনের মৃত্যু

নাটোরে দীঘির পানিতে ডুবে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোর শহরের লালদীঘির পানিতে ডুবে নবাব আলী (৫৫) নামের দীঘির নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। আজ ২৭ নভেম্বর সোমবার তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। নিহত নবাব শহরের কাঁঠালবাড়িয়া নিবাসী  মৃত আমির আলীর ছেলে।  এলাকাবাসী জানায়, নবাব আলী পেশায় দীঘির নৈশ প্রহরী। প্রতিদিনের মতো আজ ভোরে ফজরের নামাজের পরে তিনি নৌকায় উঠে দীঘিতে পুনরায় পাহারায় যান।

সকাল বেলা নৌকা ফাঁকা অবস্থায় দেখতে পান এলাকাবাসি। এসময় নৌকাতে তার ব্যবহৃত সামগ্রী পাওয়া যায়।পরে তার পরিবারের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজির পরে দিঘীর উত্তর -পশ্চিম কোণ থেকে নবাবের মরদেহ উদ্ধার করেন তারা।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …