রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে দিশারী সমবায় সমিতির বার্ষিক সভা

নাটোরে দিশারী সমবায় সমিতির বার্ষিক সভা

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের পাইকেরদোল দিশারী সঞ্চয় সমবায় সমিতির ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল আজিজ শেখের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার জহুরুল ইসলাম , আওয়ামীলীগ নেতা আছলামুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সামন্য পুজি নিয়ে মাত্র কয়েখজন ব্যক্তির উদ্যোগে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এখন আমাদের সঞ্চয় বেড়ে নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে পারছি। আমাদের চাষাবাদ সহ ছেলে মেয়েদের লেখাপড়া এবং দরিদ্র ব্যক্তিদের সহায়থা করতে পারছি। এটা আমাদের সাফল্য বলেই আমরা মনে করি।

আলোচনা সভা শেষে দরিদ্র সদস্যদের কম্বল বিতরণ এবং সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …