রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে দিনে দুপুরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, অস্ত্র উদ্ধার, আটক – ৫

নাটোরে দিনে দুপুরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, অস্ত্র উদ্ধার, আটক – ৫

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দিনে দুপুরে মোঃ রাতুল আহমেদ সময় নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় হাসুয়া, রামদা, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে দুর্বৃত্তরা। আহত সময় কানাইখালি এলাকার এ হাই রাজু আহমাদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে সজিব, সোহাগ, সুমন, সবুজ ও ইমন নামে ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  নাটোরের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কয়েকজন দুর্বৃত্ত পূর্ব বিরোধের জের ধরে হামলা চালায় রাতুল আহমেদ সময়ের উপরে। এ সময় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাকে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে ও সজিব, সোহাগ, সুমন, সবুজ ও ইমন নামে পাঁচজনকে আটক করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …