শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে দিনব্যাপী পথ বইমেলা, নাটোরের লেখকদের মিলনোৎসব

নাটোরে দিনব্যাপী পথ বইমেলা, নাটোরের লেখকদের মিলনোৎসব

নিজস্ব প্রতিবেদকঃ
‘লেখক পাঠক বই, একত্রিত হই’ এই শ্লোগান নিয়ে নাটোরে দ্বিতীয় বারের মত দিনব্যাপী ব্যতিক্রমী এক পথ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজনের আয়োজনে নাটোর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে এই পথ বইমেলার উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড.সিরাজুল ইসলাম।

স্থানীয় দৈনিক প্রান্তজনের সম্পাদক সাজেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড মালেক শেখসহ বই প্রেমীরা।

নাটোরের অন্তত ৩৫জনসহ শতাধিক লেখক, ছড়াকার, সাহিত্যিক এবং কবিদের বই নিয়ে দিনব্যপী এই পথ বইমেলা পাঠক, লেখকদের মিলন মেলায় পরিণত হয়েছে। অনেকে লেখকের অটোগ্রাফযুক্ত বই কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন পাঠকরা। দ্বিতীয়বারের মতো আয়োজনে পথ বইমেলাটি চলবে রাত ৯ টা পর্যন্ত।

পথ বইমেলার আয়োজক দৈনিক প্রান্তজন সম্পাদক সাজেদুর রহমান সেলিম নারদ বার্তাকে জানান, এক দিনের এই বইমেলা অর্ধশতাধিক লেখক, ছড়াকার, সাহিত্যিক এবং কবিদের মিলন মেলায় পরিণত হয়েছে। অনেকে লেখকের অটোগ্রাফযুক্ত বই কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। আগামীতে আরো বৃহৎ পরিসরে এই মেলার আয়োজন করা হবে বলে আশা করেন সেলিম।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …