নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর সদর উপজেলার দরাপপুরে দিনব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দরাপপুর আদিবাসী যুব সংঘের আয়োজনে ৮টি টিমের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক কালিদাস রায়। টুর্নামেন্টে সদর উপজেলার ধরাইল ফুটবল একাদশ ২-১ গোলে একডালা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ২২” এলইডি কালার মনিটর ও রানার্স আপ দলকে কম্পিউটার সাউন্ড বক্স তুলে দেন।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …