নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার তৃতীয় ধাপে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ করানো হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার সহ প্রশাসনের কর্মকর্তারা। বক্তব্যে এ সময় জেলা প্রশাসক বলেন, জনগনের রায় নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন তাই তাদের অধিকার নিয়ে নিরপেক্ষতার সাথে সততা নিয়ে দায়িত্ব পালন করবেন।
গত ২৮শে নভেম্বর লালপুর ও বাগাতিপাড়ায় ১৫ টি ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচনে বিজয়ী হন এসব জনপ্রতিনিধিরা।
এছাড়া নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের নিজ নিজ উপজেলায় শপথ পাঠ করান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …