নিজস্ব প্রতিবেদক:
নাটোরে তিনদিনব্যাপী হিউম্যান রাইটস্ ডিফেন্ডাদের (এইচআরডি) তিনদিনব্যাপী নের্তৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের নিডা সোসাইটিতে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।
আইপি ফেলো মুন্ডা কালিদাস রায়ের সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তানভীর বুলবুল খান, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক নবীউর রহমান পিপলু, আইইডির কো-অর্ডিনেটর হরেন্দ্রনাথ সিং, প্রশিক্ষক শরীফ আদনান রিয়াদ, জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন অফিসার দেরাজুল ইসলাম, নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, লাস্টার এর নির্বাহী পরিচালক হাসান জামান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে হাতে কলমে দক্ষ করে গড়ে তুলতে আইইড কাজ করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে ফ্রিল্যান্সিংসহ বিকল্প কর্মসংস্থানের দিকে আগ্রহী হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কু-তথ্য ও অপপ্রচার সম্পর্কে সচেতন ও স্বোচ্চার হতে হবে। নিজেদেরকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে পারলে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। প্রশিক্ষণে মোট ২০ জন এইচআরডি সদস্য অংশগ্রহণ করেন।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে তিনদিনব্যাপী এইচআরডিদের নের্তৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ শুরু
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …