নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে তা থৈ নৃত্যকলা একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং মিলন মেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ মার্চ সোমবার বিকেল চারটার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের স্থানীয় নৃত্যশিল্পী ও পরিচালক সুশান্ত দাস এবং ঢাকার নৃত্য পরিচালক প্রশিক্ষক কবিরুল ইসলাম রতনকে সম্মাননা প্রদান করা হয়। “নৃত্যের ছন্দে, জাগো নব আনন্দে” এই শিরোনামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুজন গুনি নৃত্য পরিচালক এবং প্রশিক্ষককে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। তা থৈ নৃত্যকলা একাডেমীর পরিচালক ইফতেখার রহমান সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী প্রমূখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিল্পীরা মনৈজ্ঞ নৃত্য পরিবেশন করেন।
