সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা 

নাটোরে তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম আব্দুল মতিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাটোর জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী সহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের গৌরবময় অবস্থান। স্বাধীনতাকে অর্থবহ করতে অর্থনৈতিক সমৃদ্ধি প্রয়োজন। সেই অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ। দূর্নীতি এবং দুবৃর্ত্তায়ন রোধ করে দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত হতে পারলে উন্নয়নের গতি হবে তরান্বিত।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …