সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ঢিলেঢালা লকডাউন

নাটোরে ঢিলেঢালা লকডাউন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ঢিলেঢালা লকডাউন চলছে। সরকার নির্দেশিত লকডাউনের ষষ্ঠ দিনে সোমবার সকাল থেকেই শহরে যান চলাচলের আধিক্য লক্ষ্য করা গেছে। নিত্য পণ্যের দোকান ছাড়াও অলিতে গলিতে ছাড়াও প্রধান রাস্তার পাশে কিছু কিছু দোকানপাট খোলা দেখা গেছে।

সকাল দশটা পর্যন্ত শহরে জেলা প্রশাসন ও পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশের টহল জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এছাড়া উপজেলা পর্যায়ে বেশিরভাগ এলাকাতেই দোকানপাট খোলা রয়েছে এবং জনগণের চলাচল অবাধ রয়েছে। নানা অজুহাতে লোকজন বাইরে বের হওয়ার প্রবণতা দেখা গেছে। গতকালও নাটোরে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …