নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ডোপ টেষ্টের মাধ্যেমে ০৯ জন মাদক সেবীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার আটঘড়িয়া এলাকার মৃত ইউসুফ আলী ফকির এর ছেলে তাইজ উদ্দিন(৩৫), গোপালপুর এলাকার বেলাল সরকার এর ছেলে সজিব সরকার (৩০), নারায়নপুর এলাকার মৃত নিজাম উদ্দিন এর ছেলে শফিকুল ইসলাম (৩৫), আশরাফুল শেখ (৩৩), গোপালপুর এলাকার মৃত বেলাল শেখ এর ছেলে ইসলাম শেখ (৩৫), মহিষপুর এলাকার শাহ আলম এর ছেলে আব্দুল হালিম (২৮), গড়মাটি এলাকার মৃত ডাবলু এর ছেলে মাসুম বিল্লাহ (২১) গোপালপুর এলাকার সুনীল দাস এর ছেলে বাবু দাস (২১) নওগ্রাম গড়মাটি এলাকার মৃত খলিল এর ছেলে আব্দুল্লাহ (২২)।
র্যাব-৫ রাজশাহী কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপরেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (২১জুন) রাত নয়টার দিকে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন গড়মাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই গ্রাম গাঁজা ও একটি মাটির কলকি সহ আসামীদের আটক করা হয়। অভিযান শেষে মাদকসেবীদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডোপ টেস্টে ০৯ জনের ক্ষেত্রে পজেটিভ হওয়ার তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা এসে উক্ত এলাকায় মাদক সেবন করছিলো বলে স্বাক্ষীদের সম্মুকে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে।