নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে পিফরডি’র সহযোগিতায় ডিস্ট্রিক পলিসি ফোরমের(ডিপিএফ) উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায় শহরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
ডিপিএফ সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, পিফরডি’র জেলা সন্ময়ক ওমর ডি কস্তা, ডিপিএফ সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সদস্য আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল, মেহনাজ মালা ও লুৎফা ইয়াসমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাল্য বিবাহ না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়া ও বিয়েসহ সকল দ্বায়দায়িত্ব নেবেন জেলা প্রশাসক।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …