নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, পৌর মেয়র উমা চৌধুরী জলি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (আ.দা) শিরিন আক্তার উপস্থিত ছিলেন ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের আওতায় ডিপিএফ কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। এতে মূল ধারণাপত্র উপস্থাপন করেন ডিপিএফ এর সদস্য মেহনাজ পারভিন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিপিএফ এর সাধারণ সম্পাদক শিবলী সাদিক, প্রফেসর অলোক মৈত্র, পৌর কাউন্সিলর কহিনূর বেগম পান্না, এনজিও নিডা’র নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, উদ্যোক্তা আরিফা আওয়াল, সাংবাদিক সাজেদুর রহমান, ছাত্রী লিজা আক্তার প্রমূখ।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে ও জুম অনলাইনের মাধ্যমে ৬৫ জন অংশগ্রহণকারী অংশ নেন দিবস পালনের এই আলোচনা সভায়।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …