নীড় পাতা / ই-লার্নিং / নাটোরে ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি উপলক্ষ্যে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

নাটোরে ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি উপলক্ষ্যে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
‘বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি উপলক্ষ্যে অনলাইন উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব জনাব জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, স্থানীয় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সেবাগ্রহীতাসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে ‘মুজিব শতবর্ষে ই-সেবা ক্যাম্পেইনে অংশকারী দেশসেরা ৫ জন উদ্যোক্তার একজন নির্বাচিত হওয়ায়, বড়াইগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নীলা চৌধুরীকে আইসিটি বিভাগের পক্ষ থেকে স্বীকৃতি সনদ প্রদান করা হয়।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …