শুক্রবার , এপ্রিল ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ডিজিটাল পৌর সেবা বাস্তবায়নে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ

নাটোরে ডিজিটাল পৌর সেবা বাস্তবায়নে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:নাটোরে ডিজিটাল মিউনিসিপ্যালিটি সার্ভিস সিস্টেম পাইলট প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ অরুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নাটোর পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আইসিটি বিভাগের ডিজিটাল বংিলাদেশের ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রনয়ন প্রকল্পের পরিচালক মনির হোসেন (উপ-সচিব), উপ-প্রকল্প পরিচালক জফরুল আলম খান, পৌরসভার প্রকৌশলী রেজাউল করিম শাহিন প্রমুখ। এ সময় প্রকল্প পরিচালক মনির হোসেন (উপ-সচিব) বলেন, এ প্রকল্পের আওতায় নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভাকে অন্তভ‚ক্ত করা হয়েছে। সিংড়া পৌরসভা তাদের কাজে অনেকটা এগিয়ে গেছে। যাতে করে অন্যান্য পৌরসভার সাথে তাল মিলিয়ে নাটোর পৌরসভাও তাদের দেওয়া ৫টি বিষয়ে ই-সেবায় এগিয়ে যেতে পারে সেজন্য এ মত বিনিময় ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আলোচনা সাপেক্ষে এগিয়ে যাওয়ার পথে সমস্যাগুলো দূর করতে পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ, ও উদ্যোক্তাদের আরো বেশী তৎপর হওয়ার আহবান জানান তিনি। তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিরা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার কজকে ত্বরান্বিত করতে পারবে। পরে উপস্থিত পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ, ও উদ্যোক্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগ পত্র দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:নাটোরের লালপুরে জালিয়াতির মাধ্যমে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রায় দশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *