নিজস্ব প্রতিবেদক:
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীতে অনিয়ম ঠেকাতে নাটোরে ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে শহরতলীর দিঘাপতিয়া এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। এ সময় সদর উপেজলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর, জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা, দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান ওমর শরীফ চৌহান সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দরিদ্র এবং অতিদরিদ্র ব্যক্তিদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীতে বিভিন্ন সময় অনিয়ম দেখা দেয়। একজনের চাল অন্যজন তুলে নেয়। এতে করে সঠিক উপকারভোগি ক্ষতিগ্রস্থ হয়। তবে ডিজিটাল পদ্ধতি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে উপকারভোগি চিহ্নিতের পাশাপাশি সকল অনিয়ম রোধ করা সম্ভব হবে। এতে করে সরকারের ডিজিটাল বাস্তবায়ন কর্মসূচীও সফল হবে। নাটোর জেলায় মোট ৭৬ হাজার ৭০০জন খাদ্য বান্ধব কর্মসূচীর উপকারী ভোগি রয়েছেন। ১০টাকা কেজি দরে একজন ব্যক্তি ৩০কেজি চাল ক্রয় করতে পারবেন।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …