নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ আয়নাল হকের হত্যা মামলার রায় নিয়ে হতাশা ও বিষ্ময় জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগসহ নিহতের পরিবারের সদস্যরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়নাল হকের ছেলে বনপাড়া পৌর সভার মেয়র কে এম জাকির হোসেন। দীর্ঘ ১৮ বছর পরে ২১ সেপ্টেম্বর হত্যা রায়ে ১১জন খালাস ও দুইজনকে মৃত্যুদন্ডাদেশ দেন আদালত। এ রায়ের প্রেক্ষিতে ২৩ তারিখ উচ্চ আদালতে আপিল করেন বাদি পক্ষ। উচ্চ আদালত সু বিচার নিশ্চিত করবেন বলে প্রত্যাশা তার পরিবার ও বড়াইগ্রামবাসীর।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল কুদ্দুস প্রেস ও সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ নিহত আয়নাল হকের পরিবারের অন্যন্যে সদস্যরা।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরে ডাঃ আয়নাল হকের হত্যা মামলার রায় নিয়ে হতাশা ও বিষ্ময় জানিয়ে সংবাদ সম্মেলন
আরও দেখুন
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা …