রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

নাটোরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: নাটোরে ট্রেনে কাটা পড়ে মাহাবুব বয়স (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।  আজ ৯ আগস্ট বুধবার দুপুর বারোটার দিকে নাটোর সদরের কালিকাপুর আমহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব নলডাঙ্গা উপজেলার  মির্জাপুর তেঘরপাড়া গ্ৰামের মজিবর রহমার শেখের ছেলে। এলাকাবাসী জানায়, আজ ৯ আগস্ট বুধবার দুপুর বারোটার দিকে মাহবুব হোসেন সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় রেল লাইন অতিক্রম করছিলেন। এসময় ঢাকা থেকে রংপুরগামী নীল সাগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

মাহবুবের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে মাহবুব বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। এরপরে ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মাহবুবকে শনাক্ত করেন। তারা আরো জানান, মাহবুব ৮ মাস পূর্বে বিয়ে করেছেন। তবে কিভাবে তিনি ট্রেনে কাটা পড়লেন এ ব্যাপারে কেউ কিছুই বলতে পারছেন না। নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের কোন সদস্য পৌঁছায়নি।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …