সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ট্রাক-বাস- পিকআপ ত্রিমুখী সংঘর্ষে ড্রাইভার সহ ২ জন নিহত, আহত – ১০

নাটোরে ট্রাক-বাস- পিকআপ ত্রিমুখী সংঘর্ষে ড্রাইভার সহ ২ জন নিহত, আহত – ১০

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় ট্রাক বাস ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক ড্রাইভার আবু মুসা ও আসাদুল নামে অপর এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে জানা গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান ও পুলিশ জানায়, আজ বুধবার ভোরে নাটোর রাজশাহী মহাসড়ক এর তোকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহীর এলাকা থেকে নাটোরের দিকে আসা একটি কাঠ ভর্তি ট্রাক ও একটি পিকআপ এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। তবে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আবু মুসার মৃত্যু হয়। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুল কে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এছাড়া এ দুর্ঘটনায় সবগুলো পরিবহন মিলে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …