নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নুরুল হুদা নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছে। আজ ১৭ আগস্ট দুপুর বারোটার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার মঞ্জুর হোসেনের ছেলে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা বাগাতিপাড়ার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রশিকার এরিয়া ম্যানেজার মোতাহার আলী জানান, নুরুল হুদা প্রশিকার বাগাতিপাড়া উপজেলার শাখা ব্যবস্থাপকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। স্ত্রীর অসুস্থতার কারণে ছুটি নিয়ে আজ সকালে তার স্ত্রীকে রক্ত দেয়ার জন্য নাটোরে এসেছিলেন। তারপরে লোকমুখে তার এই দুর্ঘটনার খবর পান।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ দুপুর বারোটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় নিহত নুরুল হুদার মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও এর চালককে আটক করতে পারেনি পুলিশ। তবে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …