নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদরের নাটোর রাজশাহী মহাসড়কের তোকিয়া নামক স্থানে ধান বোঝাই ট্রাক উল্টে আল আমিন নামের এক ধান কাটার শ্রমিক নিখোঁজ রয়েছে।
আজ ৭ মে সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আল আমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আহসান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান আজ শনিবার সন্ধ্যা ৬ টার দিকে নাটোরের সিংড়া উপজেলার জৌগ্রাম এলাকায় ধান কেটে বাড়ি ফিরছিলেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা। পথে নাটোর সদরের নাটোর রাজশাহী মহাসড়কের তোকিয়া নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে থাকা ২৫ জন শ্রমিকের মধ্যে সবাই বের হয়ে আসতে পারলেও আলামিন বের হতে পারেনি। ধারণা করা হচ্ছে আলামিন ট্রাকের নিচে চাপা পড়ে আছে। ফায়ার সার্ভিস এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …