নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে বালি বোঝাই ট্রাক উল্টে ওসমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অজ্ঞাতনামা একজন। আজ ১২ জানুয়ারি সকাল ৯ টার দিকে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের পূর্ব হাগুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান আলী পূর্ব হাগুরিয়া এলাকার আকবর আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আজ ১২ জানুয়ারি রবিবার সকাল নয়টার বালি বোঝাই একটি ট্রাক সিংড়ার দিক থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে ট্রাকটি রাস্তার পাশের দিকে গেলে উল্টে খাদে পড়ে যায়। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওসমান আলী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। মাহবুবুর রহমান আরো জানান, মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মরগে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে দূর্ঘটনার ব্যাপারে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।