সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ট্রাক্টর চাপায় কিশোর শ্রমিক নিহত

নাটোরে ট্রাক্টর চাপায় কিশোর শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ট্রাক্টর চাপায় মোঃ জীবন (১৫) নামের কিশোর শ্রমিক নিহত হয়েছে। আজ ৪ মার্চ সোমবার রাত আটটার দিকে সদর উপজেলার জংলী এলাকায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত জীবন উপজেলার একডালা মেন্দি তলা এলাকার হযরত আলীর ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নাটোর সদরের জংলি এলাকার একটি ইট ভাটায় কাজ করত জীবন। আজ সন্ধ্যায় ভাটায় কাজ শেষে বাড়ি ফিরছিল জীবন। রাত্রি আটটার দিকে জংলি এলাকার খলিল মৃধার ইটভাটার সামনে পৌঁছালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে চালিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাক্টর এবং এর চালককে আটক করতে পারেনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …