রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ট্রাক্টরের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত

নাটোরে ট্রাক্টরের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় সূর্য হোসেন (১৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের হারোয়া মোড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত সুর্য পাশ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর কদমতোলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, সুর্য নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে বনপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হারোয়া এলাকায় মাটিবাহী ট্রাক্টর মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে  মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই সূর্য মারা যায়। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারসহ ট্রাক্টরটি জব্দ করে। দূর্ঘটনার পরপরই ট্রাক্টরের চালক ও সহকারি পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …